Thursday, March 23, 2023

পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ, এনকাউন্টারে খতম ১ জঙ্গি

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ফের একবার সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা (Pulwama)। ভোর থেকেই শুরু হয়েছে সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াই। সংবাদ মাধ্যম সুত্রে খবর, পুলওয়ামার কাকাপোরা এলাকায় শুরু হয় এনকাউন্টার, খতম ১ জঙ্গি। পুরো এলাকা কর্ডন করে রাখা হয়েছে।

জানা গিয়েছে এদিন ভোর রাতে গোপন সুত্রে জঙ্গিদের খবর পেয়ে অভিযান তল্লাশি চালায় সেনা বাহিনী। এলাকায় সেনা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে, জঙ্গিরা গুলি চালাতে শুরু করে, সেই সময় পাল্টা গুলি চালাতে শুরু করে যৌথ বাহিনীও। জম্মু- কাশ্মীর পুলিস এই সংঘর্ষের খবর টুইট করে জানিয়েছে। এই ঘটনার জেরে এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট