Friday, March 31, 2023

নিখোঁজ হননি জ্যাক মা (Jack Ma), জানিয়ে দিল সিএনবিসি (CNBC)

আউটলাইন বাংলা ডেস্ক: হঠাৎ উধাও হয়ে গেলেন চাইনিজ টেক বিলিওনেয়ার জ্যাক মা (Jack Ma), কোথায় গেলেন কেও জানে না। গত বছর অক্টোবরে চিনের কমিউনিস্ট সরকারের অর্থনীতির সমালোচনায় মুখর হয়েছিলেন জ্যাক মা। তারপর থেকেই তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তাই স্বাভাবিক ভাবেই জ্যাক মার মতো এক ধনী ব্যক্তিত্বকে গায়েব করে দেওয়ার অভিযোগ উঠছে চীনের প্রতি।

বিশ্বজুড়ে খোঁজ খবর পরেছিল, শুরু হয়েছিল বিভিন্ন রকম জল্পনা। তার দুদিনের মধ্যেই সংবাদ মাধ্যম সিএনবিসি-র তরফে জানানো হয়েছে, আলি বাবার মালিক জ্যাক মা সুস্থ আছেন। ভালো আছেন জ্যাক মা (Jack Ma) ঐ সংবাদ মাধ্যমের থেকে পাওয়া খবর অনুযায়ী আলিবাবার সদর দপ্তর হাংঝউতে আছেন তিনি। তিনি নাকি উদ্দেশপূ্র্ণভাবেই প্রকাশ্যে আসছেন না এবং আগামী বেশ কিছুদিন অন্তরালে থাকবেন।

যদিও এখন তিনি আলিবাবার (Alibaba) ম্যানেজমেন্টে নেই। প্রসঙ্গত উল্লেখ্য, চিনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা-র প্রতিষ্ঠাতা জ্যাক মা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট