আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ২০২১ সালে ইসরোর প্রথম মহাকাশ অভিযানে ১৯টি উপগ্রহ সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ও গীতার ডিজিটাল কার্ডের ভার্সান পাঠালো মহাকাশে। ইতিহাসে প্রথমবার ঘটল এইরকম ঘটনা। ইসরোর প্রধান কে শিবন জানিয়েছেন, এই মিশন ভারতের কাছে অত্যন্ত গর্বের।
রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোরে সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকেই উৎক্ষেপন করা হয়, PSLV-C51। ব্রাজিলের তৈরি কোন উপগ্রহ এই প্রথম ভারতের মহাকাশযানে করে মহাকাশে পাঠানো হল।
Stunning glimpses of today's lift-off#PSLVC51 #Amazonia1 #NSIL #INSPACe pic.twitter.com/MQJzAROxaV
— ISRO (@isro) February 28, 2021
নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়াতে ইসরোর সাফল্যের কথা জানিয়ে পোস্ট করেছেন।তিনি জানান এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এর সাফল্যের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারোকে অভিনন্দনও জানিয়েছেন।
WATCH #ISRO #PSLVC51 liftoff carrying #Amazonia1 and 18 Co-passenger satellites from the first launch pad at SDSC pic.twitter.com/gE0lFE4vsz
— Space Curiosity (@spacecuriosity_) February 28, 2021
#Amazonia1 successfully separated from fourth stage of #PSLVC51 and injected into orbit#ISRO #NSIL #INSPACe pic.twitter.com/hEzayrCMeq
— ISRO (@isro) February 28, 2021