Friday, March 24, 2023

মহাকাশে প্রধানমন্ত্রীর ছবি ও গীতা পাঠাল ISRO

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ২০২১ সালে ইসরোর প্রথম মহাকাশ অভিযানে ১৯টি উপগ্রহ সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ও গীতার ডিজিটাল কার্ডের ভার্সান পাঠালো মহাকাশে। ইতিহাসে প্রথমবার ঘটল এইরকম ঘটনা। ইসরোর প্রধান কে শিবন জানিয়েছেন, এই মিশন ভারতের কাছে অত্যন্ত গর্বের।

রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোরে সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকেই উৎক্ষেপন করা হয়, PSLV-C51। ব্রাজিলের তৈরি কোন উপগ্রহ এই প্রথম ভারতের মহাকাশযানে করে মহাকাশে পাঠানো হল।

নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়াতে ইসরোর সাফল্যের কথা জানিয়ে পোস্ট করেছেন।তিনি জানান এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এর সাফল্যের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারোকে অভিনন্দনও জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট