আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ গতকাল নন্দীগ্রামের দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী আঘাত পেয়েছেন একাধিক জায়গায়। এমনটাই জানিয়েছে SSKM-এর চিকিৎসকরা। এছাড়াও জানিয়েছেন আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
গতকাল নন্দীগ্রামে দুর্ঘটনার পরই মুখ্যমন্ত্রীকে গ্রিন করিডর করে আনা হয় কলকাতায়। SSKM হাসপাতালে ভর্তি করার পরে,পরীক্ষা নিরীক্ষা শুরু করেন চিকিৎসকরা।
এরপরই SSKM হাসপাতালের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর বাম গোড়ালি, পায়ের পাতা, কোমর, কাঁধ ও ঘাড়ে আঘাত পেয়েছেন। এবং তাঁর চিকিৎসার জন্য গঠিত হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল টিম।