Outlinebangla Desk: টোকিও প্যারাঅলিম্পিক ২০২০ তে ভারতের জয়জয়কার। ফের স্বর্ণপদক পেল ভারত। এবার ব্যাডমিন্টনে সোনা জিতলেন ভারতের প্রমোদ ভগত। আজ শনিবার ব্যাডমিন্টনের মেনস সিঙ্গেলসে SL3 বিভাগে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতে নিলেন প্রমোদ। এই নিয়ে প্যারাঅলিম্পিকে ভারত পেল চতুর্থ স্বর্ণপদক।
ভারতের প্রমোদ ভগত ৩৬ মিনিটে সেমিফাইনালে জাপানের ডাইসুক ফুজিহারের বিরুদ্ধে ২১-১১,২১-১৬ ফলে জয় নিশ্চিত করেন। ফাইনালে তিনি মুখোমুখি হন ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকের। ২১-১৪,২১-১৭ ফলে প্রমোদ হারিয়ে দেন ড্যানিয়েলকে। প্রথমবার ব্যাডমিন্টনে সোনা জিতে ইতিহাস গড়লেন প্রমোদ। মাত্র ৫ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হন তিনি। কিন্তু শারীরিক বাধাকে অতি সহজেই অতিক্রম করে গেছেন। তিনি পেয়েছেন চারটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক। ২০১৮ সালে এশিয়ান প্যারাগেমসে একটি স্বর্ণপদক ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন।
অন্যদিকে, শনিবার জোড়া সোনা পেল ভারত। এই দিন সকালে ৫০ মিটার পিস্তল শুটিংয়ে দেশকে সোনার পদক এনে দিয়েছেন মনীশ নারওয়াল। একই বিভাগে দেশকে রুপো এনে দিয়েছেন সিংহরাজ আদানা।