Homeজীবন শৈলীআইন অনুসারে গর্ভপাত

আইন অনুসারে গর্ভপাত

Outlinebangla Desk: গর্ভপাত নিয়ে সবসময় যুক্তি তর্ক লেগেই আছে। গর্ভপাত হল গর্ভাবস্থার পূর্ণ সময়ের আগে ভ্রুণকে বিনষ্ট করার পদ্ধতি। গর্ভপাতের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা আছে। কিন্তু অনেক সময় ধর্ষিতা, নাবালিকা হবু মা এবং গর্ভস্থ ভ্রূণের ত্রুটি থাকলে গর্ভপাত করার প্রয়োজন পড়ে। সেই জন্য স্বাস্থ্যর কথা ভেবেই গর্ভপাত নিয়ে কিছু আইন প্রয়োগ করা হয়েছে।

ভারতে আইনসম্মতভাবে গর্ভপাত কিছু ক্ষেত্রে কেবল প্রযোজ্য। এর সাথে আছে কিছু নিয়মাবলী।
গর্ভাবস্থা ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে হলে চিকিৎসকের পরামর্শে গর্ভপাত করানো যায়। সেক্ষেত্রে চিকিৎসকের উপস্থিতি আবশ্যক। ১৮ বছরের নিচে যদি কোন মহিলা গর্ভবতী হয়ে পড়ে সেক্ষেত্রে আইন অনুসারে গর্ভপাত করানো যায়। তবে প্রসূতির অভিভাবকের অনুমতি প্রয়োজন।

এছাড়া যদি দেখা যায় বাচ্চা প্রসব করতে গিয়ে প্রসূতির মৃত্যু হতে পারে সেক্ষেত্রে আইনসম্মতভাবে গর্ভপাত করা যায়। তবে গর্ভপাত করানোর জন্য কেবলমাত্র মহিলার সম্মতির প্রয়োজন । তাঁর স্বামী বা পরিবারের অন্য কারোর মতামত গ্রাহ্য করা হয় না।

এই মুহূর্তে