রেকর্ড সংকোচন! দেশে GDP মাইনাস ২৩.৯ শতাংশে দাঁড়িয়েছে

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ বিশ্ব জুড়ে কোরোনার তান্ডব। কোরোনার সংক্রমণ রুখতে তিন মাসের বেশি সময় ধরে চলছে লকডাউন প্রক্রিয়া। এমন পরিস্থিতিতে দেশজ উৎপাদন অনেকটা হ্রাস পেয়েছে। যার জেরে দেশের অর্থনীতি তলানিতে ঠিকেছে। গতকাল অর্থাৎ সোমবার সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এপ্রিল জুন ত্রৈমাসিক দেশের মোট দেশীয় পণ্য GDP (gross domestic product) কমেছে ২৩.০৯ শতাংশ এই পরিসংখ্যান দিয়েছে স্ট্যাটিস্টিক এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (statistics and programme implementation) মন্ত্রক।

তবে এই বিষয় নিয়ে বিশ্লেষকদের মতে একটানা লকডাউনের ফলে বন্ধছিল সমস্ত কলকারখানা, যানবাহন, বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেল পরিষেবা ও আন্তর্জাতিক বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। যার ফলে স্বাভাবিক ভাবেই বড়সড় ধাক্কার সম্মুখীন হতে হয়েছে উৎপাদনে। তবে জিডিপি (GDP) ভেঙে পড়ার জন্য শুধু মাত্র করোনা দায়ী এমনটা না।

কারণ অর্থনীতিবিদদের মতে মহামারী করোনার অনেক আগে থেকেই (GDP) বৃদ্ধির হার অনেকটা শ্লথ হয়েছে। জিডিপি (GDP) মাইনাস ২৩.৯ শতাংশ এমন ঘটনা ৪০ বছরে দেখা যায়নি। ব্লুমবার্গ একটি সমীক্ষায় জানাগিয়েছিল, মাইনাস ১৮ শতাংশে নামতে পারে জিডিপি (GDP)। তবে সেটাও ছাপিয়ে গিয়েছে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস