আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিন, এই জন্মদিনের আগেই ঐতিহ্যবাহী হাওড়া কালকা মেলের নাম পরিবর্তন করল ভারতীয় রেল। এই ট্রেনেই ১৯৪১ সালে নেতাজি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে বিহারের গেমো থেকে এই ট্রেনেই চড়েছিলেন। এই ঐতিহ্যবাহী হাওড়া কালকা মেলের নতুন নাম “নেতাজি এক্সপ্রেস।”
আজ টুইট করে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানায়, হাওড়া কালকা মেলের নাম পরিবর্তনের কথা। তিনি টুইট করে লেখেন, “১২৩১১/১২৩১২” হাওড়া-কালকা এক্সপ্রেসের নাম বদলে নেতাজি এক্সপ্রেস করা হল। এই নামকরন করতে পেরে ভারতীয় রেল গর্বিত।
গত ১৪ জানুয়ারি রেলমন্ত্রকের কাছে হাওড়া-কালকা মেলের নাম বদলের প্রস্তাব জমা পড়ে। এই প্রস্তাবের উপর ভিত্তি করেই নতুন নামকরণ। স্বাধীনতার আগে কর্মাসিয়াল ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল এই কালকা মেল। এবারে “নেতাজি এক্সপ্রেস”-এর সূচনার মধ্য দিয়ে নেতাজি সুভাসচন্দ্র বসুর জন্মদিবস পালন হবে।
টুইটটি দেখুনঃ
Netaji’s prakram had put India on the express route of freedom and development. I am thrilled to celebrate his anniversary with the introduction of “Netaji Express” pic.twitter.com/EXaPMyYCxR
— Piyush Goyal (@PiyushGoyal) January 19, 2021