Outlinebangla: সালটা ২০১৭ ইতালির তাস্কানিতে সাত পাকে বাঁধা পড়েছিলেন বিরাট-অনুষ্কা। রোম থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে তাস্কানির বর্গ ফিনোচ্চিয়েতো অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিলো এই হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান। তারপরই দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়াসহ একাধিক বলিউড তারকা গাঁটছড়া বেঁধেছেন। এখন একের পর এক বলিউড তারকারা মা হচ্ছেন (Celebrity moms)। এক নজরে দেখে নেবো বলিউডের নতুন মায়েদের।
বিরাট-অনুষ্কার বিয়ের পর থেকেই তারা সর্বদাই চর্চায় ছিল। শুধু তাই না অনুষ্কা অন্তঃসত্ত্বা হবার পর থেকেই কি করছেন কি খাচ্ছেন তা নিয়ে উৎসাহের অন্ত ছিল না তাঁর অনুরাগীদের। ২০২১ সালের ১১ জানুয়ারি তিনি কন্যাসন্তানের মা হন। বিরাট (Virat Kohli) অনুষ্কার (Anushka Sharma) মেয়ের নাম ভামিকা।
মা হয়েছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাস (Nick Jonas) দম্পত্তির ঘরে এ কন্যাসন্তানের এসেছে সারোগেসির (Surrogacy) মাধ্যমে। তাঁদের সন্তানের নাম মালতী মেরি চোপড়া জোনাস।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল (Kajal Aggarwal) এবং গৌতম (Gautam Kitchlu)। ২০২১ সালের এপ্রিলে দক্ষিণ ভারতীয় তারকা কাজল আগারওয়াল মা হন। তাঁদের পুত্রের নাম নীল কিসলু।
আরও পড়ুনঃ Roomali Roti recipe: বাড়িতে যেভাবে বানাবেন রুমালি রুটি
আরও এক দক্ষিণ ভারতীয় তারকা নয়নতারা (Nayanthara) ও পরিচালক ভিগনেশ (Vignesh Shivan) যমজ সন্তানের বাবা মা হয়েছেন। সারোগেসির (Surrogacy) মাধ্যমেই মা হয়েছেন অভিনেত্রী। তাঁদের দুই সন্তানের নাম দুই সন্তানের নাম উইর ও উলাগাম।
চলতি বছরের আগস্টে মা হয়েছেন সোনম কাপুর (Sonam Kapoor)। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই নিয়মিত শিরোনামে ছিলেন সোনম। সোনম কাপুর (Sonam Kapoor) ও তার স্বামী আনন্দ আহুজা (Anand Ahuja) তাঁদের পুত্রের নাম রেখেছেন বায়ু কাপুর আহুজা।
আরও পড়ুনঃ Pets have a magic effect: মন ভালো রাখতে বাড়িতে রাখুন পোষা প্রাণী
নভেম্বরেই মা হয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। কন্যা সন্তানের জন্ম দিলেন রণবীর-পত্নী। রবিবার মুম্বইয়ের এইচ এন রিল্যায়ান্স ফাউন্ডেশন হাসপাতালে জন্ম নেয় আলিয়া-রণবীরের সন্তান। তাঁদের সন্তানের নাম এখনো ঠিক হয়নি।
মা হয়েছেন অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। অভিনেতা করণ সিংহ গ্রোভারের (Karan Singh Grover) সঙ্গে বিয়ের ছ’বছরের মাথায় মা হলেন বিপাশা। তাঁদের কন্যা সন্তানের নাম দেবী বসু সিং গ্রোভার।