Thursday, March 23, 2023

প্রতিরক্ষা খাতে ব্যয়ের নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে ভারত

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনার ধাক্কায় দেশজুড়ে চলছে হাহাকার। প্রতিদিন রেকর্ড সংখ্যক লোক করোনায় আক্রান্ত হচ্ছেন। এর মধ্যেই প্রতিরক্ষা খাতে খরচের নিরিখে বিশ্বের সেরা দেশগুলির তালিকায় রাশিয়া,ব্রিটেনকে পিছনে ফেলে তৃতীয় স্থানে জায়গা করে নিল ভারত।

স্টকহোম ইন্টারন্যাশানাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২০ সালে প্রতিরক্ষা খাতে ব্যয়ের নিরিখে আমেরিকা, চিনের পরই ভারত তৃতীয় স্থান পেয়েছে। ভারত মোট ব্যয়ের ৩.৭ শতাংশ খরচ করেছে প্রতিরক্ষার জন্য। শীর্ষে আছে আমেরিকা। তাঁরা মোট ব্যয়ের ৩৯ শতাংশ প্রতিরক্ষা খাতে খরচ করেছে। অন্যদিকে প্রতিরক্ষা খাতে মোট ব্যয়ের ১৩ শতাংশ খরচ করে দ্বিতীয় স্থানে আছে চিন। চতুর্থ স্থানে আছে রাশিয়া।

২০২০ সাল থেকে সারা বিশ্ব করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করে চলেছে। এর মধ্যেও এই দেশগুলি প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়েছে। ২০২০ সালে ভারত প্রতিরক্ষার জন্য খরচ করেছে প্রায় ৬ লক্ষ ৫৭ হাজার ২১২ কোটি টাকা। প্রতিরক্ষা খাতে গত বছরের তুলনায় ২.৯ শতাংশ খরচ বাড়িয়েছে ভারত। শীর্ষস্থানে থাকা আমেরিকা খরচ করেছে ৫৮ লক্ষ ৩ হাজার ৪০৫ কোটি টাকা। আমেরিকা ৪.৪ শতাংশ খরচ বাড়িয়েছে গত বছরের তুলনায়। চিন খরচ করেছে ২২ লক্ষ ৭১ হাজার ৮৪৪ কোটি টাকা। ১.৭ শতাংশ খরচ বাড়িয়েছে চিন। সেক্ষেত্রে করোনা মোকাবিলার পরও উন্নয়নশীল দেশ ভারত চিনের থেকে গত বছরের তুলনায় বেশি প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট