Thursday, March 23, 2023

করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের সমস্ত রেকর্ড ভেঙে দিল ভারত

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণের বিশ্বের সমস্ত রেকর্ড ভেঙে দিল ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৫ হাজার মানুষ। গত বছর ১৭ই সেপ্টেম্বর আমেরিকায় একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৭ হাজার মানুষ। কিন্তু সেই রেকর্ডও ভেঙে দিল ভারত। আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুসংখ্যা। ভারতে গত ২৪ ঘন্টায় ২,১০৪ জনের মৃত্যু হয়েছে।

গত কয়েকদিন ধরেই লাগামহীনভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই প্রায় রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছিল। আজ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার ৯৬৫ জন। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ৬৫৭ জন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৮৪১ জন, যা আক্রান্তের প্রায় অর্ধেক।দেশে এখন করোনা অ্যাক্টিভ কেস ২২ লক্ষ ৯১ হাজার ৪২৮ টি। অন্যদিকে দেশে মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার ৮৮০ জন। এদিকে দেশের পাশাপাশি রাজ্যতেও করোনার গ্রাফ ঊর্ধ্বগামী। একদিনে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৮৪ জন। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লক্ষ। একদিনে মৃত্যু হয়েছে ৫৮ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫,৬১৬ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লক্ষের বেশি মানুষ।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট