Friday, March 31, 2023

বাড়ছে সংক্রমণ, একদিনে নতুন করে করোনায় আক্রান্ত ৬৯ হাজার ৬৫২ জন

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দেশ জুড়ে জাঁকিয়ে বসছে করোনা। ক্রমশ বেড়েই চলেছে করোনার সংক্রমণ। চলতি মাসের শুরুতেই গোটা বিশ্বের মধ্যে করোনা সংক্রমণের নিরিখে প্রথম স্থানে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ হাজার। মৃত্যু হয়েছে ৯৭৭ জনের।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬৯,৬৫২ জন। এবং মৃত্যু হয়েছে ৯৭৭ জনের। দেশে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৬ জন। এবং দেশে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ হাজার ৮৬৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৫৯ হাজার মানুষ। তবে গত কয়েক সপ্তাহে করোনা পরীক্ষার সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় প্রথমবার নমুনা পরীক্ষা হয়েছে ৯ লক্ষের বেশি মানুষের। এই কঠিন পরিস্থিতির মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ লক্ষ ৯৬ হাজার ৬৬৫ জন। ভারতে যে হারে সংক্রমণের সংখ্যাটা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, সেদিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে আমেরিকা ও ব্রাজিল।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট