Wednesday, March 22, 2023

ফের ভাবাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৭২,৩৩০

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: দেশে করোনা সংক্রমণ ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৩৩০ জন। এবং মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ৩৮২ জন। চলতি বছরে আক্রান্তের সংখ্যা সব থকে বেশি।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৯২৭ জনের। বর্তমানে চিকিৎসা চলছে ৫ লাখ ৮৪ হাজার ৫৫ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬৮৩ জন।

এছাড়াও স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট ৬ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮৯৬ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবং ICMR জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ২৪ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ৬২১টি করোনা টেস্ট হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট