আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: দেশে করোনা সংক্রমণ ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৩৩০ জন। এবং মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ৩৮২ জন। চলতি বছরে আক্রান্তের সংখ্যা সব থকে বেশি।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৯২৭ জনের। বর্তমানে চিকিৎসা চলছে ৫ লাখ ৮৪ হাজার ৫৫ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬৮৩ জন।
India reports 72,330 new #COVID19 cases, 40,382 discharges, and 459 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
Total cases: 1,22,21,665
Total recoveries: 1,14,74,683
Active cases: 5,84,055
Death toll: 1,62,927Total vaccination: 6,51,17,896 pic.twitter.com/zoMlMyXlKj
— ANI (@ANI) April 1, 2021
এছাড়াও স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট ৬ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮৯৬ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবং ICMR জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ২৪ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ৬২১টি করোনা টেস্ট হয়েছে।