আউটলাইন বাংলা ডেস্ক: দেশে ধীরে ধীরে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। আজ শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৬২ হাজার ২৫৮ জন। যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি। এবং মৃত্যু হয়েছে ২৯১ জনের। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ কোটি ১৯ লাখ ৮ হাজার ৯১০ জন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৬৪৭ জন। দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ২৪০ জনের। এবং মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লাখ ৯৫ হাজার ২৩ জন।
India reports 62,258 new #COVID19 cases, 30,386 recoveries, and 291 deaths in the last 24 hours, as per the Union Health Ministry.
Total cases: 1,19,08,910
Total recoveries: 1,12,95,023
Active cases: 4,52,647
Death toll: 1,61,240Total vaccination: 5,81,09,773 pic.twitter.com/CAvFAsMpPX
— ANI (@ANI) March 27, 2021
এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ৫ কোটি ৮১ লক্ষ ৯ হাজার ৭৭৩ জন। এবং ICMR জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ২৩ কোটি ৯৭ হাজার ৬৯ লাখ ৫৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।