ক্রমশ কমছে দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬০ হাজার

Outlinebangla Digital Desk: দেশে গত ৭৫ দিনে সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণের হার। সুধু সংক্রমণের হার না পাল্লা দিয়ে কমছে দৈনিক মৃত্যু হার। এবং কমছে অ্যাকটিভ কেসও। আজ মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৬০ হাজার ৪৭১ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১ জনে। এবং গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭২৬ জনের। সবমিলিয়ে করোনার মৃত্যু মিছিলে সামিল ৩ লক্ষ ৭৭ হাজার ৩১ জন।

দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯ লাখ ১৩ হাজার ৩৭৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লক্ষ ১৭ হাজার ৫২৫ জন। এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন ২৫ কোটি ৯০ লাখ ৪৪ হাজার ৭২ জন। এবং গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষেরও বেশি মানুষের।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস