Wednesday, March 22, 2023

বাড়ছে অ্যাকটিভ কেস, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৫৬ হাজার

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ প্রতিদিন করোনা সংক্রমণের পরিধি ক্রমশ বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৫৬ হাজার ২১১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৭১ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২৮ জন। যা আগামী দিনের থেকে কিছুটা কম।

আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২০ লক্ষ ৯৫ হাজার ৮৫৫ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ১১৪ জনের। বর্তমানে চিকিৎসা চলছে ৫ লাখ ৪০ হাজার ৭২০ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২১ জন।

ICMR-এর তরফ থেকে জানা গিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ২৪ কোটি ২৬ লাখ ৫০ হাজার ২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এবং স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানা গিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ৬ কাটি ১১ লাখ ১৩ হাজার ৩৫৪ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। তবে মহারাষ্ট্র ছা়ড়াও বেশ কয়েকটি রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। তার মধ্যে উল্লেখযোগ্য দিল্লি। কিছুদিন আগে সেখানে ২০০-র নীচে ছিল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় তা ১৯০১।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট