Thursday, March 23, 2023

চলতি বছরে সর্বোচ্চ, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৫৩,৪৭৬

আউটলাইন বাংলা ডেস্ক: নতুন বছরে করোনার দ্বিতীয় স্রোত বিস্তার লাভ করেছে। যার জেরে ফের উর্ধ্বমুখী করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৪৭৬ জন। মৃত্যু হয়েছে ২৫১ জনের। যা নতুন বছরে এই প্রথমবার একদিনে সর্বোচ্চ (COVID-19 Cases In India)।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত (Corona virus) হয়েছে ৫৩ হাজার ৪৭৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২৬ হাজার ৪৯০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৫৩৪ জন। তবে বর্তমানে চিকিৎসা চলছে ৩ লাখ ৯৫ হাজার ১৯২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লাখ ৩১ হাজার ৬৫০ জন। করোনায় দেশে মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৬৯২ জন।

ইতিমধ্যেই ১৮টি রাজ্যে ছড়িয়েছে করোনার নয়া স্ট্রেন। যার ফলে দেশ জুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় স্রোত ছড়িয়ে আশঙ্কা ক্রমশ বেড়েই চলেছে। বিশ্বে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৫৪ লাখ ১৭ হাজার ৩১৭ জন। মৃত্যু হয়েছে ২৭ লাখ ৫৬ হাজার ৭৬ জন। এবং সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ১২ লাখ ৮৩ হাজার ২৮৩ জন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট