Outlinebangla Desk: করোনার দাপটে জর্জরিত গোটা দেশ। গত তিন দিন ধরে দেশে ৪ লক্ষ্যেরও বেশি করোনা সংক্রমণ হচ্ছে। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। এবং গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাটা ৪ হাজার ছাড়িয়ে গেছে। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,৮৬,৪৪৪। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,২২,৯৬,৪১৪। এবং এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২,৪২,৩৬২। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭,৩৬,৬৪৮।
করোনার দাপটে সবথেকে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র। তারপরই রয়েছে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, কেরল ও তামিলনাড়ু। করোনা সংক্রমণ রুখতে টিকাকরণের উপর জোর দিচ্ছে ভারত। এখনও পর্যন্ত মোট করোনার টিকা পেয়েছেন ১৬ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৬৬৩ জন।
India reports 4,03,738 new #COVID19 cases, 3,86,444 discharges, and 4,092 deaths in the last 24 hours, as per Union Health Ministry
Total cases: 2,22,96,414
Total discharges: 1,83,17,404
Death toll: 2,42,362
Active cases: 37,36,648Total vaccination: 16,94,39,663 pic.twitter.com/m00jtZZhwY
— ANI (@ANI) May 9, 2021