Wednesday, March 22, 2023

দেশে লাগামহীন করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। এপ্রিলের শেষে দেশে লাগামহীন করোনা সংক্রমণ। আজ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। এবং গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬৯ হাজার ৫০৭ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রান হারিয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫০ লাখ ৮৬ হাজার ৮৭৮। দেশে এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৩০ লাখ ৮৪ হাজার ৮১৪টি। বলা চলে করোনা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে। দেশে এই মুহূর্তে দৈনিক সংক্রমণ বেশি মহারাষ্ট্র, কেরল, দিল্লি এবং কর্ণাটকে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট