Outlinebangla Digital Desk: মারন ভাইরাস করোনার জেরে জর্জরিত দেশ থেকে রাজ্য। গত দু-তিন দিন করোনা দৈনিক সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী ছিল। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার ফের একধাক্কায় অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ। আজ সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা (Covid-19) আক্রান্ত ৩,৬২,৭২৭ জন। এবং গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,১২০ জনের।
দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫ জন। এবং এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৩১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,৫২,১৮১ জন। দেশে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯৭ লক্ষ ৩৫ হাজার ৮২৩ জন। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৭,১০,৫২৫। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১৭ কোটি ৭২ লক্ষ ১৪ হাজার ২৫৬ জন।
India reports 3,62,727 new #COVID19 cases, 3,52,181 discharges and 4,120 deaths in the last 24 hours, as per Union Health Ministry
Total cases: 2,37,03,665
Total discharges: 1,97,34,823
Death toll: 2,58,317
Active cases: 37,10,525Total vaccination: 17,72,14,256 pic.twitter.com/2hCw318J4T
— ANI (@ANI) May 13, 2021
অন্যদিকে পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ২০ হাজার ৩৭৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩৫ জনের।