Thursday, March 23, 2023

করোনার করুন পরিস্থিতি, দেশে দৈনিক সংক্রমণ ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন, মৃত্যু ছাড়াল ৪,০০০

Outlinebangla Digital Desk: মারন ভাইরাস করোনার জেরে জর্জরিত দেশ থেকে রাজ্য। গত দু-তিন দিন করোনা দৈনিক সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী ছিল। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার ফের একধাক্কায় অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ। আজ সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা (Covid-19) আক্রান্ত ৩,৬২,৭২৭ জন। এবং গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,১২০ জনের।

দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫ জন। এবং এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৩১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,৫২,১৮১ জন। দেশে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯৭ লক্ষ ৩৫ হাজার ৮২৩ জন। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৭,১০,৫২৫। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১৭ কোটি ৭২ লক্ষ ১৪ হাজার ২৫৬ জন।

অন্যদিকে পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ২০ হাজার ৩৭৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩৫ জনের।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট