Friday, March 31, 2023

নতুন রেকর্ড দৈনিক সংক্রমণে, ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত ৩,৫২,৯৯১ জন

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনাভাইরাস ক্রমশ গোটা দেশ জুড়ে ভয়াবহ আকার ধারন করছে। আজ সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। এই সংখ্যাটা গোটা বিশ্বের সর্বকালের সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৭২ জন।

এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন। এবং বর্তমানে চিকিৎসা চলছে ২৮ লাখ ১৩ হাজার ৬৫৮ জনের। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অর্থাৎ করোনা মুক্ত হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৪ হাজার ৩৮২ জন। দেশে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৩ জনের।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট