আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনাভাইরাস ক্রমশ গোটা দেশ জুড়ে ভয়াবহ আকার ধারন করছে। আজ সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। এই সংখ্যাটা গোটা বিশ্বের সর্বকালের সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৭২ জন।
এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন। এবং বর্তমানে চিকিৎসা চলছে ২৮ লাখ ১৩ হাজার ৬৫৮ জনের। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অর্থাৎ করোনা মুক্ত হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৪ হাজার ৩৮২ জন। দেশে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৩ জনের।
India reports 3,52,991 new #COVID19 cases, 2812 deaths and 2,19,272 discharges in the last 24 hours, as per Union Health Ministry
Total cases: 1,73,13,163
Total recoveries: 1,43,04,382
Death toll: 1,95,123
Active cases: 28,13,658Total vaccination: 14,19,11,223 pic.twitter.com/32V7eKf1UR
— ANI (@ANI) April 26, 2021