Friday, March 24, 2023

খারাপ খবর, দেশে প্রথমবার ২ লাখের গণ্ডী ছাড়াল করোনার দৈনিক সংক্রমণ

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলা নববর্ষের সকালে করোনা পরিস্থিত যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে। গত কয়েকদিন ধরে নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে চলেছে করোনা। নববর্ষের প্রথমদিন দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন নজির গড়ল ভারত। আজ অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৩৯ জন। এবং ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জনের।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ হাজার ৫২৮ জন। দেশ মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪০ লক্ষ ৭৪ হাজার ৫৬৪ জন। দেশে মোট করোনায় বলি ১ লক্ষ ৭৩ হাজার ১২৩ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ২৪ লক্ষ ২৯ হাজার ৫৬৪ জন। তবে এই মুহূর্তে মহারাষ্ট্রের পাশাপাশি দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কেরল এবং তামিলনাড়ুতে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট