সংক্রমণ বাড়ছে, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১,৬১,৭৩৬, মৃত্যু ৮৭৯ জনের

আউটলাইন বাংলা ডেস্কঃ ক্রমেই বেড়ে চলেছে করোনার সংক্রমণ। গত কয়েকদিন ধরে নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে চলেছে করোনা। তবে গতকালের তুলনায় আজ অর্থাৎ মঙ্গলবার আক্রান্তের সংখ্যাটা সামান্য কম। তবে আক্রান্তের সংখ্যা কম হলেও উদ্বেগ বেড়েই চলেছে। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়েছে ১ লাখ ৬১ হাজার ৭৩৬। এবং ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যু হয়েছে ৮৭৯ জনের।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ১৬৮ জন। দেশ মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৪৫৩। এবং বর্তমানে চিকিৎসা চলছে ১২ লাখ ৬২ হাজার ৬৯৮ জনের। দেশে মোট করোনায় বলি ১ লাখ ৭১ হাজার ৫৮ জনের। তবে এই মুহূর্তে মহারাষ্ট্রের পাশাপাশি দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কেরল এবং তামিলনাড়ুতে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস