Monday, March 27, 2023

দেশে নিম্নমুখী করোনা সংক্রমণ, নতুন করে আক্রান্ত ১ লাখ ৫২ হাজার ৭৩৪ জন

Outlinebangla Digital Desk: করোনা যুদ্ধে কিছুটা হলেও ঘুরে দাঁড়ালো দেশ। কিছুটা হলেও উন্নতির পথে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার। আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪। এবং একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১২৮ জনের। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন, ২ লক্ষ ৩৮ হাজার ২২ জন।

এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২০ লক্ষ ২৬ হাজার ৯২। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮০ লক্ষ ৪৭ হাজার ৫৩৪। দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রান হারিয়েছেন মোট ৩ লক্ষ ২৯ হাজার ১০০ জন। এবং মোট টিকাকরন হয়েছে ২১ কোটি ৩১ লক্ষ ৫৪ হাজার ১২৯ জনের।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট