Wednesday, March 22, 2023

ক্রমশ অবনতি করোনা পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লক্ষ ৩১ হাজার ৯৬৮ জন

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরে ফের দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। করোনা পরিস্থিতি দিনের পর দিন ভয়াবহ হচ্ছে, আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

আজ অর্থাৎ শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩১ হাজার ৯৬৮ জন। এবং গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮০ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৫৪২ জন।এখনও পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ১লাখ ৬৭ হাজার ৬৪২ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৯ লাখ ১৩ হাজার ২৯২ জন। এবং দেশে এখনও পর্যন্ত করোনা টিকা পেয়েছেন ৯ লাখ ৪৩ লাক ৩৪ হাজার ২৬২ জন। এই মুহূর্তে আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার করেছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট