Friday, March 24, 2023

করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত, একদিনে আক্রান্ত ১,৬৮,৯১২ জন

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের নয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১,৬৮,৯১২ জন। সঙ্গে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৯০৪ জন। নতুন বছরে এটাই সব থেকে বেশি প্রাণহানি।

এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৫,২৭,৭১৭। পজিটিভ রোগীর সংখ্যা ১২ লাখ ১ হাজার ৯ জন। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১,৭০,২০৯। বিশ্বে করোনা সংক্রমণের নিরিখে ব্রাজিলকে ছাড়িয়ে তিন থেকে দুই নম্বর ভারত। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে, ছত্তিশগড়, কর্নাটক, উত্তরপ্রদেশ, কেরালা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট