আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ গৃহযুদ্ধে রক্তাক্ত পরিস্থিতি সিরিয়াতে। আমেরিকা ও রাশিয়ার ক্ষমতা বিস্তারের লড়াইতে দেশটি জর্জরিত। এর ফলে সাধারণ মানুষকে নানা বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এর প্রভাবে খাবার ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সিরিয়ার পাশে দাঁড়িয়েছে ভারত।
শুক্রবার রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি জানিয়েছেন, এই বিপদের মুহূর্তে সিরিয়ার পাশে দাঁড়িয়েছে ভারত। তিনি বলেন, “দেশটির করুন পরিস্থিতির কথা ভেবে সিরিয়ার জনগণের পাশে দাঁড়িয়েছে ভারত। চলতি মাসের শুরুর দিকে আমাদের কাছে জরুরি ভিত্তিতে সাহায্য চেয়ে আরজি জানিয়েছিল সিরিয়ার সরকার।
India continues to stand shoulder to shoulder with people of Syria in this grave hour of need. Earlier this month, responding to request for emergency humanitarian assistance from Syrian govt, India delivered over 2,000 metric tonnes rice: India's Permanent Rep to UN,TS Tirumurti pic.twitter.com/DYyVijlECw
— ANI (@ANI) February 26, 2021
মানবিকতার খাতিরে সেই ডাকে সাড়া দিয়ে এপর্যন্ত ২ হাজার মেট্রিক টন চাল সে দেশে পাঠিয়েছি আমরা।“ তবে আন্তঃসীমান্ত ত্রাণ বিলি করার সময় দেশটির ভৌগলিক সীমানা, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে। এছাড়াও, সে দেশে সব দলেরই উচিত ত্রাণকর্মীদের সুরক্ষা প্রদান করা।”