Friday, March 31, 2023

Bill Gates: Covid-19 ভ্যাকসিন তৈরিতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ মহামারী করোনা ভাইরাস ভ্যাকসিনের উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করবে ভারত, এমনটাই মনে করছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates)। তিনি আশাবাদী যে আগামী বছর অর্থাৎ ২০২১ সালের এক-দু মাসের মধ্যেই করোনা ভ্যাকসিনের দেখা মিলবে। গতকাল অর্থাৎ মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআইকে (PTI) কে জানিয়েছেন করোনা ভ্যাকসিন খুব দ্রুত উৎপাদন শুরু হোক ভারতে তা আমরা সকলেই চাই। এবং তা যথেষ্ট নিরাপদ ও কার্যকরী হবে বলে আশাবাদী তিনি।

তিনি আরও বলেন করোনা ভ্যাকসিনের জন্য আমরা ভারতের কাছ থেকে সহযোগিতা চাই। এবং আমরা আশাবাদী যে আগামী বছরে মাস দুই-একের মধ্যে ভ্যাকসিন বাজারজাত হবে। তিনি আরও জানান যে আগামী বছর করোনা ভ্যাকসিন ভারত থেকে পর্যাপ্ত পরিমানে পাওয়া যাবে।

মহামারী করোনা সংক্রমণ রুখতে নানা প্রন্থা অবলম্বন করলেও তা রোখা সম্ভব হয়নি। একমাত্র করোনা প্রতিষেধক ছাড়া সংক্রমণ রোখা কোনোভাবেই সম্ভব না। তাই করোনা প্রতিষেধক ভ্যাকসিন তৈরি করতে গোটা বিশ্বের বিভিন্ন দেশে হিমশিম খেয়ে যাচ্ছে। ওদিকে আক্রান্তের সংখ্যা দিন দিন ক্রমশ বেড়েই চলেছে। তবে এখন একমাত্র আশার আলো ভ্যাকসিন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট