বিশব্যাপী খাবার অপচয়ে শীর্ষে ভারত

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দারিদ্রতা ভারতের একটা চরমসঙ্কট। ভারতের অনেকেই যারা দারিদ্র্যসীমার নিচে আছে দুবেলা ঠিকমতো খেতেও পারে না। কিন্তু অদ্ভুতভাবে এই দেশ খাবার অপচয় করার শীর্ষে।

জানা গেছে, রাষ্ট্রপুঞ্জের নিজেদের এক শাখা সংগঠন WRAP এর সাথে যৌথভাবে একটি রিপোর্ট তৈরি করেছে। সেখানেই এই অবাক করা তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে যে বছর বিশ্বব্যাপী ৯৩.১ কোটি টন খাবার নষ্ট হয়েছে সে বছর শুধু ভারতে খাবার নষ্ট হয়েছে ৬.৮৭ কোটি টন।

রিপোর্ট অনুযায়ী ২০১৯ সালে যে পরিমাণ খাবার নষ্ট হয়েছে গোটা বিশ্বে তার মধ্যে শুধু ভারতে নষ্ট হয়েছে ১৭ শতাংশ, যা অন্য দেশের চেয়ে সবথেকে বেশি। এই আতঙ্কজনক তথ্য নিয়ে সবাই চিন্তিত। প্রসঙ্গত, অনাহারে প্রচুর মানুষ ভুগছে। কিন্তু এই করোনা প্রকোপে ও লকডাউনে তার পরিমাণ আরও অনেকটা বেড়ে গেছে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস