Outlinebangla Digital Desk: আজ অর্থাৎ বৃহস্পতিবার ভারতে ১০০ কোটি মানুষের টিকাকরণের (Corona Vaccination) মাইল ফলক সম্পূর্ণ হল। ১০০ কোটির টিকাকরণ সম্পন্ন হতেই টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি টুইটে লেখেন, ‘ভারত ইতিহাস রচনা করল। ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ হল দেশে। দেশের সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কারদের কৃতজ্ঞতা জানাই।’
India scripts history.
We are witnessing the triumph of Indian science, enterprise and collective spirit of 130 crore Indians.
Congrats India on crossing 100 crore vaccinations. Gratitude to our doctors, nurses and all those who worked to achieve this feat. #VaccineCentury
— Narendra Modi (@narendramodi) October 21, 2021
এরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানানো হয়। ভারত যেভাবে নিরান্তর টিকাকরণের মাধ্যমে একশো কোটির মাইলফলক পেরিয়ে, তার জন্য চিকিৎসক, নার্স সহ দেশের এই বিশাল কর্মযজ্ঞে সামিল সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কারদেরও শুভেচ্ছা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
Congratulations, Prime Minister @narendramodi, the scientists, #healthworkers and people of #India, on your efforts to protect the vulnerable populations from #COVID19 and achieve #VaccinEquity targets.https://t.co/ngVFOszcmE
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) October 21, 2021
টিকাকরণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ।