আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দেশ জুড়ে করোনার তাণ্ডব। দিন দিন বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ২৩৯ জন। এবং গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯২২ জনের। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩০ লাখ ৪৪ হাজার ৯৪১ জন। এবং দেশে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ হাজার ৭০৬ জনের।
বর্তমানে চিকিৎসা করোনা আক্রান্তের চিকিৎসা চলছে ৭ লাখ ৭ হাজার ৬৬৮ জনের। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৮০ হাজার ৫৬৭ জন। দেশ সুস্থতার হার খুবই আশাজনক। এছাড়াও অনেকটাই কমছে মৃত্যুহার।
India's #COVID19 case tally crosses 30 lakh mark with 69,239 fresh cases and 912 deaths in the last 24 hours.
The #COVID19 case tally in the country rises to 30,44,941 including 7,07,668 active cases, 22,80,567 cured/discharged/migrated & 56,706 deaths: Ministry of Health pic.twitter.com/28wnEi7y5n
— ANI (@ANI) August 23, 2020
দেশে সুস্থতার হার ৭৪.৬৯ শতাংশ, মৃত্যু হার ২ শতাংশের অনেকটা কম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী গতকাল অর্থাৎ শনিবার দেশে মোট ৮ লাখ ১ হাজার ১৪৭টি নমুনা পরীক্ষা হয়েছে।