Friday, March 31, 2023

ভারতে ৩০ লাখ পার করল করোনা আক্রান্তের সংখ্যা!

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দেশ জুড়ে করোনার তাণ্ডব। দিন দিন বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ২৩৯ জন। এবং গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯২২ জনের। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩০ লাখ ৪৪ হাজার ৯৪১ জন। এবং দেশে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ হাজার ৭০৬ জনের।

বর্তমানে চিকিৎসা করোনা আক্রান্তের চিকিৎসা চলছে ৭ লাখ ৭ হাজার ৬৬৮ জনের। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৮০ হাজার ৫৬৭ জন। দেশ সুস্থতার হার খুবই আশাজনক। এছাড়াও অনেকটাই কমছে মৃত্যুহার।

দেশে সুস্থতার হার ৭৪.৬৯ শতাংশ, মৃত্যু হার ২ শতাংশের অনেকটা কম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী গতকাল অর্থাৎ শনিবার দেশে মোট ৮ লাখ ১ হাজার ১৪৭টি নমুনা পরীক্ষা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট