Friday, March 31, 2023

সকলকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে না: বলছে কেন্দ্র

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনার প্রতিষেধক বাজারজাত হলেই তা প্রত্যেক দেশবাসীর কাছে পৌঁছে যাবে। সকলকে করোনার প্রতিষেধক দেওয়া হবে, এমনটাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু করোনার প্রতিষেধক নিয়ে এখন অন্য কথা বলছে স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, দেশের সকলকে করোনার প্রতিষেধক দেওয়ার কথা বলেনি সরকার! এই ব্যপারে সঠিক তথ্য জোগাড় করছি আমরা। এছাড়াও তাঁদের কথায় সকলকে প্রতিষেধক দেওয়ার দরকার নেই। আরও জানিয়েছে সরকারি সহায়তায় তাদেরকেই প্রতিষেধক দেওযা হবে, যাঁরা ঝুঁকিমূলক অবস্থার মধ্যে থাকবেন। এবং অন্য সুস্থ ব্যক্তিদের করোনা প্রতিষেধক কিনে নিতে হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণের এমন মন্তব্যের পরই আক্রমণের সুরে শিবসেনার প্রশ্ন করেছেন, বলেছেন করোনা প্রতিষেধক নিয়ে সত্যি কথা কে বলছেন? প্রধানমন্ত্রী না স্বাস্থ্যসচিব? এছাড়াও দলের রাজ্যসভার সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেছেন ‘‘স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেছেন করোনা প্রতিষেধক সকলকে দেওয়ার প্রয়োজন নেই। আর এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, প্রত্যেক দেশবাসী করোনা প্রতিষেধক পাবে। প্রশ্ন হল প্রধানমন্ত্রী কি ভুল বলেছেন?

এদিকে স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণের মন্তব্যের উপর ভিত্তি করে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের ডিজি বলরাম ভার্গব জানিয়েছেন, প্রতিষেধকের কার্যকারিতা কতটা টিকাকরণ প্রকল্পের সাফল্য নির্ভর করে। আমরা সকলেই চাইছি যত দ্রুত সম্ভব করোনা সংক্রমণের শৃঙ্খল ভেঙে ফেলতে। সে ক্ষেত্রে সবাইকে টিকা নিতে হবে না।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট