বন্ধ হল ভারত-পাক সীমান্তের সংঘর্ষ, কার্যকর হল সংঘর্ষ বিরতি চুক্তি

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ভারত-পাক সীমান্তে বরাবরই অশান্তি পরিবেশ। সংঘর্ষ চলতেই থাকে। গুলি গোলা রোজগার ব্যাপার। তবে এবার থেকে ভারত-পাক সীমান্তে চলবে না আর গুলিবর্ষণ। নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় মেনে চলা হবে সংঘর্ষ বিরতি চুক্তি।

এই চুক্তি কার্যকর হয়েছে বুধবার মধ্যরাত থেকে। দুই বাহিনীর ডিরেক্টর জেনারেল যৌথ বিবৃতিতে জানিয়েছেন এই কথা। সূত্রের খবর, ভারত ও পাকিস্তানের ডিজিএমও-র মধ্যে কথা হয় গত সোমবার। দুই দেশের বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুই দেশের হটলাইনে যোগাযোগ ব্যবস্থা থাকবে সবসময়। ভারত ও পাকিস্তান চুক্তির সব শর্ত মেনে চলতে রাজি হয়েছে।

২০০৩ সালে এই সংঘর্ষ বিরতি চুক্তিতে একমত হয়েছিল দুই দেশই। কিন্তু গত কিছু বছর সীমান্তে সংঘর্ষ নিত্যকার ঘটনা হয়ে দাঁড়ায়। দুই বাহিনীর অনেক জওয়ান এর ফলে প্রাণ হারায়। গত তিন বছরে ভারত-পাক সীমান্তে প্রায় ১১ হাজারটি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর ফলে নিরাপত্তা বাহিনীর ৭২ জন জওয়ান ও ৭০ জন মানুষের মৃত্যু হয়। দুই দেশের শান্তি রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস