Independence Day 2023: স্বাধীনতা দিবস ১৫ই অগাস্ট কেন?

Outlinebangla desk: সালটা ১৯৪৭, কিন্তু মাঝে কেটে গেছে ৭৬ টা বছর। আবারও স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের তেরঙা নিশান মাথা উঁচু করে দাঁড়াবে। চলতি বছরে ১৫ আগস্ট ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে দেশবাসী (Independence Day 2023)। কিন্তু অনেকেই জানে না সমগ্র ভারতবাসী কেনো ১৫ আগস্ট স্বাধীনতা দিবস (Independence Day) পালন করে। আজ সেটাই আপনাদের জানাবো…

সালটা ১৯২৯, জওহরলাল নেহরু ব্রিটিশ সাম্রাজ্য থেকে পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিল। এবং ২৬ জানুয়ারিকে “স্বাধীনতা দিবস” (Independence Day) হিসাবে ঘোষণা করেছিল। ১৯৩০ থেকে ১৯৪৬ পর্যন্ত কংগ্রেস ২৬ জানুয়ারিকেই স্বাধীনতা দিবস হিসেবে পালন করে এসেছে। নিশ্চয় মনে প্রশ্ন জাগছে তাহলে ১৫ আগস্ট কীভাবে স্বাধীনতা দিবস ঘোষণা হল।
আরও পড়ুনঃ The Story of Pink Lakes: মন ভোলানো গোলাপী হ্রদের কাহিনী

যেভাবে স্বাধীনতা দিবস হিসাবে বেছে নেওয়া হল ১৫ই অগাস্ট দিনটি?

লর্ড মাউন্টব্যাটেনকে ব্রিটিশ পার্লামেন্ট ক্ষমতা হস্তান্তরের যে আদেশপত্র দিয়েছিল তাতে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিলো। নির্ধারিত সময়টা হল ৩০ জুন, ১৯৪৮-এর মধ্যে। কিন্তু ওই সময়ে দেশ জুড়ে বিক্ষোভ পরিমাণ ক্রমেই বেড়ে চলেছিলো। এমনকি মুসলিম লিগ এই আদেশের বিরুদ্ধে সোচ্চার হয় এবং সংখ্যালঘুদের জন্য আলাদা দেশের দাবি করে। যার জেরে মাউন্টব্যাটেন ঠিক করে নিয়েছিলো ১৯৪৮ পর্যন্ত অপেক্ষা করা যাবে না। ফলে মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের কাজ এগিয়ে এনেছিলেন ১৯৪৭ সালের অগাস্ট মাসে।
আরও পড়ুনঃ World’s rare animals: প্রতিকূল পরিবেশে লড়াই করেও টিকে গেছে যে প্রাণীগুলি

ভারতীয় স্বাধীনতা বিলঃ

ঠিক তার আগে ১৯৪৭ সালের ৪ঠা জুলাই ব্রিটিশ হাউস অফ কমন্সে ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হয়। তখনই লর্ড মাউন্টব্যাটেন ভারত ভাগ ও পাকিস্তান গঠনের প্রস্তাব দিয়েছিলো। এবং ওই বিলটি ১৯৪৭ সালের ১৮ জুলাই গৃহীত হয়। তারপর ১৪ই অগাস্ট দেশ ভাগের পর, ১৪-১৫ অগাস্ট মধ্যরাতে ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা পায় ভারত।

লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতার দিন ঠিক করল যেভাবেঃ

আবার অনেকে বলেন ১৫ই আগস্ট দিনটিকেই কেনো বেছে নিয়েছিলেন মাউন্টব্যাটেন। কারণটা হল ১৯৪৫ সালে ওই দিনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপান আত্মসমর্পণ করেছিল। ঐতিহাসিক বিদদের কথায়, লর্ড মাউন্টব্যাটেনকে যখন ভারতবর্ষের স্বাধীনতার দিনক্ষন ঠিক করতে বলা হয়েছিল। তখন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের ঘরে বসে রেডিওতে শোনা জাপানের আত্মসমর্পণের দিনটির কথা মনে পড়ে। এরপর মাউন্টব্যাটেন ১৫ই অগস্ট দিনটির কথা ব্রিটিশ হাউস অব কমন্সে পেশ করেন।
আরও পড়ুনঃ The Statue of Liberty: যুক্তরাষ্ট্রের কালো অধ্যায়কে পেছনে ফেলে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্ট্যাচু অব লিবার্টি

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস