Sunday, March 26, 2023

২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৮ হাজার, সুস্থ ১৯ হাজার।

আউটলাইন বাংলা ডেস্ক: ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ২৫৩ জন। ওদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২২২ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ১ কোটি ৪ লাখ ৩১ হাজার ৬৩৯ জন। চিকিৎসাধীন রয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৯০ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৫৬ হাজার ৬৫১ জন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)।

ভারতে এখনো অব্ধি ১৮ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনার নতুন স্ট্রেন ক্রমশ চিন্তা বারিয়ে তুলছে। অনেক রাজ্যকে সতর্ক করা হয়েছে। সোমবার বিকেল চারটেয় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভ্যাকসিন নিয়ে আলোচনায় বসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে। ভ্যাকসিন বাজারে এলে তা কী ভাবে দেওয়া হবে বা কোন ধরনের কর্মী দের আগে ভ্যাকসিন দেওয়া হবে। দেওয়ার পর কী কী পদক্ষেপ নিতে হবে, সে সব বিভিন্ন বিষয়ে অবহিত করা হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ছলছে বিশেষ ধরনের ট্রেনিং। তবে অনেকের কাছেই এই ভ্যাকসিন বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট