Outlinebangla: চলছে প্রেমের সপ্তাহ আর প্রেম বলতেই আমরা জানি প্রতিশ্রুতি, বিশ্বাস আর অঙ্গীকার। প্রেমের এই সুন্দর প্রতিশ্রুতি গুলোই সম্পর্ককে সুন্দর ও দীর্ঘজীবী করে তোলে। রাত পোহালেই এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন (Happy Promise Day), অর্থাৎ ভালোবাসার সপ্তাহের পঞ্চম দিন, ১১ই ফেব্রুয়ারী। যা আমাদের সকলের কাছে প্রমিস ডে নামে পরিচিত (Happy Promise Day)। এই দিনটি প্রেমিক প্রেমিকার ভালোবাসার সম্পর্কের আগ্রগতিকে নির্দেশ করে। প্রেমিক-প্রেমিকা হোক বা বিবাহিত দম্পতি যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই বিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ। একে অপরের প্রতি বিশ্বাস না থাকলে সেই সম্পর্কের মেয়াদ বেশিদিন থাকে না।
Happy Promise Day
প্রমিস ডে (Promise Day) তে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে এমন কিছু প্রতিশ্রুতি দেয়ার চেষ্টা করুন যাতে এই প্রতিশ্রুতি (Happy Promise Day) গুলো আপনাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। ভালোবাসার এই ছোট ছোট সুন্দর প্রতিশ্রুতি গুলো আপনাদের সম্পর্কে আলাদা মাত্রা এনে দেবে। তবে আবেগে ভেসে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনি রাখতেই পারবেন না। তাই প্রতিশ্রুতি দিন ভেবে চিন্তে (Happy Promise Day)।
আরও পড়ুনঃ Valentine’s Day: ভালোবাসা দিবসে দেওয়া এই উপহার গুলি বলে দেবে সম্পর্কের গুরুত্ব

প্রমিস ডে তে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে যে বিষয় গুলি মনে রাখতে হবে (Happy Promise Day)
১. প্রমিস করার কৌশল নিয়ে বেশি না ভেবে কি প্রমিস করবেন সেটা নিয়ে বেশি ভাবুন।এমন কোনো প্রমিস করবেন না যেটি আপনি কোনোদিন পূরণ করতেই পারবেন না তাতে ভব্যিষৎ এ সম্পর্কে কুপ্রভাব পরতে পারে।
২. হটাৎ করে কিছু না ভেবে চিন্তে প্রেমে পড়া যায়, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা মুখের কথা নয় তাই প্রমিস ডে তে মিথ্যে প্রতিশ্রুতি না দিয়ে মন খুলে সমস্ত সত্যি কথা গুলো বলে দিন প্রিয়মানুষটিকে।
৩. আজকালকার যুগে সত্যিকারের ভালোবাসা পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার আর আপনি যদি সত্যি বুঝে থাকেন আপনার প্রিয়মানুষটিই আপনার সারাজীবনের সঙ্গী। আপনাকে সত্যিকারের ভালোবাসে তাহলে মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে মুখ ফুটে বলে দিন আপনার মনের সমস্ত কথা।
৪. আজকের দিনে প্রতিজ্ঞাবদ্ধ হন একসাথে থেকে এবং কিভাবে সেটার বাস্তব রূপ দেবেন সেটা নিয়ে আলোচনা করুন।
আরও পড়ুনঃ Propose Day: ভয়কে পিছনে ফেলে প্রিয়জনকে মনের কথা জানাবেন যেভাবে

এবার জেনে নেবো এ-রকম কতগুলো প্রতিশ্রুতি যে গুলো সম্পর্ককে আরও মধুর ও মজবুত করবে (Happy Promise Day)
১. তোমায় সবসময় খুব খুব ভালোবাসবো, কোনোদিন তোমার কাছে কোনো কিছু লুকোবো না।
২. আমাদের সম্পর্কের মাঝে কোনোদিন কোনো মিথ্যা আশ্রয় পাবে না। আমি সর্বদা তোমার প্রতি সৎ থাকার চেষ্টা করবো।
৩. সবসময় হাসিখুশি রাখার চেষ্টা করবো কখনো কষ্টকে ছুঁতে দেবো না।
৪. বিপদের সময়ে কখনোই মাঝ পথে তোমার হাত ছেড়ে চলে যাবো না বরং শক্ত করে তোমার হাতটা ধরে রাখবো।
আরও পড়ুনঃ Teddy Day Special: টেডির মতোই সুন্দর হোক সম্পর্ক, কোন রঙের টেডি কিসের ইঙ্গিত দেয়, জানুন