Monday, March 27, 2023

ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় তাউটে, কোন উপকূলে আছড়ে পড়বে?

Outlinebangla Desk: ধেয়ে আসছে এই বছরের প্রথম ঘূর্ণিঝড় তাউটে (Tauktae)। আরব সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, গোয়া, মহারাষ্ট্র,গুজরাট ও লাক্ষাদ্বীপে।

আইএমডি তরফে অ্যালার্ট করা হয়েছে, আগামী ১৬ ই মে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথে ১৫০-১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড় সুপার সাইক্লোনের আকার ধারণ করতে পারে। পশ্চিমের রাজ্য গুলিতেও ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

ঘূর্ণিঝড়টি ১৮ মে সকালে গুজরাট উপকূলে পৌঁছে যাবে। মৌসম ভবনের তরফে বিভিন্ন রাজ্যে সর্তকতা জারি করা হয়েছে।ঘূর্ণিঝড়ের জন্য মৎস্যজীবীদের কিছুদিন সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞ জারি করা হয়েছে। নীচু এলাকায় যারা থাকেন তাদের ইতিমধ্যেই অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য শনিবার কেন্দ্রীয় সরকার এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট