অ্যালোপ্যাথি চিকিৎসাকে কটাক্ষ, রামদেবের বিরুদ্ধে অভিযোগ IMA-এর

Outlinebangla Digital Desk: নিজের সংস্থা পতঞ্জলি কিংবা আয়ুর্বেদ চিকিৎসার প্রশংসা করতে গিয়ে যোগগুরু বাবা রামদেব এর আগেও অ্যালোপ্যাথি ওষুধ এবং আধুনিক চিকিৎসা বিরুদ্ধে কথা বলেছেন। সম্প্রতি পতঞ্জলির একটি বিজ্ঞাপনে অ্যালোপ্যাথি চিকিৎসার বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (IMA) তরফে দেশের স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধনকে কড়া চিঠি দেওয়া হয়েছে।

পতঞ্জলির একটি বিজ্ঞাপনে রামদেবকে বলতে শোনা যায়, “অ্যালোপ্যাথি চিকিৎসা আসলে বোকামি। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে।” এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়। আইএমএ সদস্যরা স্বাস্থ্যমন্ত্রীকে চিঠিতে লেখেন, রামদেবের নামে মামলা হোক, নয়ত দেশ থেকে তুলে দেওয়া হোক আধুনিক চিকিৎসা ব্যবস্থা।

এই অভিযোগের পর পতঞ্জলি যোগপীঠ ট্রাস্টের তরফে বিবৃতি প্রকাশ করে দাবি করা হয়েছে, রামদেব এমন কোনও মন্তব্য করেন নি। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। রামদেব আধুনিক চিকিৎসা ব্যবস্থার উপর পূর্ণ আস্থাশীল। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস