Outlinebangla Desk: গত শনিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ওই দিন যোগদানের পর তিনি জানিয়েছিলেন “আমি ভীষণ উত্তেজিত ও গর্বিত কারন সোমবার আমি দিদির সঙ্গে দেখা করব।“ সেই মতই আজ সোমবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এবং সাক্ষাৎ সেরে বেড়িয়ে এসে জানান, এবার আমি মন খুলে কাজ করতে পারবো। এবং তৃণমূলে তাঁকে স্বাগত জানানোর জন্য মমতাদিদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ধন্যবাদ জানান।
এদিন বাবুল সুপ্রিয় বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সহিত বলছি অনেকক্ষণ ছিলাম। মমতাদিদির সঙ্গে কথা বলে আমি খুশি। আমার ওপর ভরসা রেখেছেন। মমতাদিদি যা দায়িত্ব দেবেন, আমি যথাযথ পালন করব। আমার মনে হয় আমি আগামিদিনে ভালো কাজ করতে পারবো’। মন ভরে গান করতে পারবো’
I'm very happy to meet her. The affection & warmth with which she welcomed me to TMC family…She asked me to work with all my heart & sing with all my heart which I think is icing on the cake. She said 'Pujor samayo tumi gaan karo': Babul Supriyo after meeting CM Mamata Banerjee pic.twitter.com/6BlwnoAy2O
— ANI (@ANI) September 20, 2021
সাক্ষাতকারে স্বাভাবিক ভাবেই উঠে আসে ঝালমুড়ির প্রসঙ্গ, ঠিক তখনই বাবুল সুপ্রিয় বলেন এখন মুড়িতে বেশি ইউরিয়া মেশানো হচ্ছে। তাই দিদি সেই মুড়ি খেতে বারণ করেছেন।