Outlinebangla Desk: ভ্যাকসিন নিলে মিলবে ঠান্ডা বিয়ার।ভ্যাকসিন নেওয়ার এক অভিনব উপায় বার করলেন মার্কিন মুলুকের এক চিকিৎসক।করোনার দাপট অব্যাহত সারা বিশ্বে। করোনা সংক্রমণ রুখতে সবথেকে বড় হাতিয়ার ভ্যাকসিন।কিন্তু ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে অনেকেই তা নিতে চাইছেন না। তাই টিকাকরণ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছেন অনেকেই। সেই সব মানুষকে উৎসাহ দেবার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন চিকিৎসক।
মার্কিন মুলুকের চিকিৎসক জানিয়েছেন, “আমাদের এক্সিকিউটিভ মার্ক পোলোনকার্জের মাথাতেই প্রথমে এই ব্যাপারটা আসে। বিয়ারের (Beer) অফার দিলে মানুষ টিকা নিতে উৎসাহী হতে পারে মনে করেই আমরা এমনটা ঘোষণা করি।” তিনি আরও জানান, বর্তমানে যুবপ্রজন্মের মধ্যে করোনা সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। ফলে তাঁদের ভ্যাকসিন নেওয়া অতি আবশ্যক। যাতে সবাই ভ্যাকসিন নেয় তাই বিয়ারের অফারটি দেওয়ার হয়েছে। এই বয়সের তরুণ-তরুণীরা বিয়ারের নামে আকৃষ্ট হবে। ফলে ভ্যাকসিন নিতেও আগ্রহী হবে।
প্রসঙ্গত,শুধু মার্কিন মুলুকে নয়। এর আগে ভারতের গুজরাটের রাজকোটে স্বর্ণদ্বার সম্প্রদায় মিলে সবাই যাতে ভ্যাকসিন নেয় তাই এক উদ্যোগ নেয়। সেখানে বলা হয়, ভ্যাকসিন নিলেই মিলবে উপহার যার মধ্যে আছে সোনার নাকছাবি,হ্যান্ড ব্লেন্ডার ইত্যাদি।