Homeস্বাস্থ্য সংক্রান্তএবার বাড়িতে বসেই করা যাবে করোনা পরীক্ষা, ছাড়পত্র দিল ICMR

এবার বাড়িতে বসেই করা যাবে করোনা পরীক্ষা, ছাড়পত্র দিল ICMR

Outlinebangla Digital Desk: করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমলেও আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যার ফলে প্রতিদিন প্রচুর সংখ্যক করোনা পরীক্ষা করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে। রিপোর্ট আসতে প্রায় এক সপ্তাহ লাগছে। যার ফলে চিকিৎসা শুরু হতে দেরি হচ্ছে। এই সমস্যা মোকাবিলা করতে বুধবার বড় পদক্ষেপ নিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। এবার বাড়িতে বসেই করা যাবে করোনা পরীক্ষা। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের(RATs) ছাড়পত্র দিল এই সংস্থা। তবে এই টেস্ট সবাই করতে পারবেন না। কারা এই কিট ব্যবহার করতে পারবেন, কীভাবে ব্যবহার করতে হবে সেই ব্যাপারে বিস্তারিত নির্দেশ দিয়েছে আইসিএমআর।

আইসিএমআরের তরফে জানানো হয়েছে, যাঁদের শরীরে কোভিডের উপসর্গ রয়েছে বা করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিরা এই কিট ব্যবহার করে বাড়িতে বসে টেস্ট করতে পারবেন।
• এই কিট ব্যবহার করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপেল প্লে স্টোর থেকে ‘কোভিশেল্ফ’ অ্যাপ ডাউনলোড করতে হবে।
• ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।
• এরপর দোকানে গিয়ে তা দেখিয়ে কিনতে হবে র‍্যাট কিট।
• এরপর র‍্যাপিড অ্যান্টিজেন কিটের টেস্টিং স্ট্রিপের মাধ্যমে নাক ও মুখ থেকে লালারস সংগ্রহ করতে হবে।
• অ্যাপের মাধ্যমে স্ট্রিপের একটি ছবি তুলতে হবে। সেই ছবি সরাসরি পৌঁছে যাবে আইসিএমআরের সার্ভারে।
• তারপর রিপোর্ট আসবে।

এই মুহূর্তে