Outlinebangla Digital Desk: বিশ্ব উষ্ণায়নের ফলে গত ২০ বছরে হিমবাহের দেশ আইসল্যান্ডের বিপুল পরিমাণে বরফ হারিয়েছে। এমনই এক তথ্য উঠে এসেছে আইসল্যান্ডিক সায়েন্টিফিক জার্নাল ‘জোকাল’-এ।
আইসল্যান্ডে গোটা স্থলভাগের ১০ শতাংশের বেশি অংশ জুড়ে আছে হিমবাহ। কিন্তু হিমবাহের ক্ষয় এর ফলে সেই আয়তন কমে হয়েছে ১০ হাজার ৪০০ বর্গকিলোমিটার। গবেষণায় বলা হয়েছে, ২০০০ থেকে ২০১৯ পর্যন্ত মোট ২০ বছরে আইসল্যান্ডের হিমবাহের প্রায় সাড়ে ৭০০ বর্গকিলোমিটার হারিয়েছে। যা স্থলভাগের প্রায় ৭ শতাংশ।
জানা গেছে, ১৯৮০ সাল থেকে হিমবাহ গলে যাওয়া শুরু হয়। তবে ২০০০ এর পর থেকে তা দ্রুত হারে বেড়েছে। হিমবাহ বিশেষজ্ঞদের মতে, ২২০০ সালের মধ্যে আইসল্যান্ডের বরফ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। অন্যদিকে শুধু যে আইসল্যান্ডের হিমবাহ গলে যাচ্ছে তা নয়। যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তাতে বিশ্বের কমপক্ষে ২ লক্ষ ২০ হাজার হিমবাহ সবকটি দ্রুত গলে যাবার আশঙ্কা করা হচ্ছে। যার ফলে জলস্তর বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে যেতে পারে। বিপদের সম্মুখীন হতে পারে গোটা বিশ্ব।