Child’s intelligence: আপনার শিশুর বুদ্ধি বিকাশে, করুন এই কাজগুলি! জানাচ্ছেন বিশেষজ্ঞরা

Outlinebangla: প্রত্যেক বাবা মায়ের নিজস্ব বাচ্চাদেরকে নিয়ে চিন্তার শেষ নেই (Child’s intelligence)। কিভাবে বাচ্চাকে মানুষের মতো মানুষ করবে, কিভাবে পড়াশোনা করাবে, পড়াশোনার পাশাপাশি আর কোনদিকে বাচ্চা আগ্রহী, এইসব চিন্তা বাবা মায়ের মাথায় সবসময় জাঁকিয়ে বসে আছে। তবে এইসব বিষয়গুলোর মধ্যে প্রথম যেদিকে বাবা মাকে নজর দিতে হয় সেটি হলো বাচ্চার পড়াশোনা (Child’s intelligence)। আমরা অনেকসময় দেখেছি যে বাবা মায়েরা নিয়ম করে পড়ালেও বাচ্চারা (Child’s intelligence) পরীক্ষার খাতায় আশানুরূপ ভালো ফল করতে পারে না। এর থেকে বোঝাই যাচ্ছে যে বাচ্চা যা পড়ছে তার পুরোটাই পরীক্ষার খাতায় লিখতে পারছে না তাহলে বাচ্চা কি ভুলে যাচ্ছে? উত্তরটা হ্যাঁ!

পাঠ্য বিষয়টিকে আকর্ষণীয় করে উপস্থাপন

শিশুবিশেষজ্ঞদের মতে বাচ্চারা যা পড়ে তার অর্ধেকের বেশি অংশ খুব কম সময়ের মধ্যেই ভুলে যায়। আর ঠিক এই কারণেই নিজেদের বাচ্চাদেরকে (Child’s intelligence) নিয়ে বাবা মায়েদের চিন্তা শতগুন বেড়ে যায়। এই চিন্তা থেকে মুক্ত করতেই আজকের প্রতিবেদনে বাচ্চারা যে কয়েকটি কৌশল এর মাধ্যমে সহজেই পড়া মনে রাখতে পারবে সেগুলো আলোচনা করা হলো। এই কৌশলগুলো ঠিক করে মানতে পারলে আপনি ভালো ফল পেলেও পেতে পারেন।

Child’s Intelligence
Child’s Intelligence(ছবিঃ সংগৃহীত)

আরও পড়ুনঃ Baby’s brain development food: শিশুর মস্তিষ্কের বিকাশে আজ থেকেই ডায়েটে রাখুন এই খাদ্যগুলি

শিশুর বুদ্ধি বিকাশে, করুন এই কাজগুলি! (Development of intelligence)

কখনোই একটানা পড়াবেন নাঃ
বাচ্চাদের পড়া মনে রাখানোর জন্য আপনাকে প্রথমেই যে কৌশলটি মাথায় রাখতে হবে সেটি হলো কোনোভাবেই বাচ্চাকে একটানা পড়ানো যাবে না। কারণ অনেক্ষন ধরে একটানা পড়ানোর ফলে বাচ্চাদের মাথায় চাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে বাচ্চারা পড়া মনে রাখার বদলে ভুলে যাওয়ার সম্ভাবনা অধিক। তাই আপনাকেই নিজের বাচ্চাকে পড়ানোর (Child’s intelligence) সময়গুলোকে ছোট ছোট করে ভাগ করে নিতে হবে এবং সেই ভাগ অনুযায়ী একটু একটু করে পড়াতে হবে। এরকমভাবে পড়ালে আপনার বাচ্চা সহজেই পড়া মনে রাখতে পারবে এবং সহজে পড়াগুলো বুঝে নিতেও পারবে।
আরও পড়ুনঃ Why breast milk is necessary: শিশুর জন্মের পর মাতৃদুগ্ধ কেন প্রয়োজনীয়?

Child’s Intelligence
Child’s Intelligence(ছবিঃ সংগৃহীত)

বাচ্চার কাছে নিজে পড়ুনঃ (Child’s Intelligence)
আপনার বাচ্চা যখন পড়তে বসে তখন কাজের ফাঁকে সময় বের করে আপনিও তার সাথে পড়তে বসে যান এবং বাচ্চা যা যা পড়েছে সেগুলো আপনাকে বোঝাতে বলুন আপনাকে বোঝানোর কারণে বাচ্চার মাথায় পড়া গুলো সহজেই গেঁথে থাকবে।

Increase a Child’s Intelligence
Child’s Intelligence(ছবিঃ সংগৃহীত)

গল্প বলার মতো পড়ানঃ

আপনার বাচ্চার প্রত্যেকটি পাঠ্য বিষয়গুলোকে আপনাকে মনে মনে গল্পের মতো করে সাজিয়ে নিতে হবে। এবার পাঠ্য বিষয়গুলো আপনার বাচ্চাকে গল্প বলার মতো করে পড়ান। এতে আপনার বাচ্চা আগ্রহের সাথে আপনার বলা গল্পটি শুনবে এবং এর ফলে সহজেই আপনার বাচ্চা পড়া মনে রাখবে।
আরও পড়ুনঃ Names affect children’s future: নবজাতকের সুন্দর ও অর্থপূর্ণ নাম রাখার প্রয়োজনীয়তা

Child’s Intelligence
Child’s Intelligence(ছবিঃ সংগৃহীত)

ছবির সাহায্য পড়ানঃ

আপনি যখন বাচ্চাকে পড়াতে বসেন সঙ্গে একটা খাতা নিয়ে বসুন, বাচ্চাকে সেই খাতাতে ছবি এঁকে বুঝিয়ে বুঝিয়ে পড়ান এভাবে পড়ালে বাচ্চার পড়াটা অনেকটাবেশি সময় মনে থাকবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাচ্চাদের এই পদ্ধতিটি অবলম্বন করে পড়ালে পড়া খুব সহজেই বাচ্চারা মনে রাখতে পারে।

Child’s Intelligence
Child’s Intelligence(ছবিঃ সংগৃহীত)

রঙের সাহায্যে পড়ানঃ

বিশেষজ্ঞদের মতে রঙের সাহায্যে বুঝিয়ে বুঝিয়ে বাচ্চাকে পড়ালে খুব সহজেই বাচ্চারা পড়া মনে রাখতে পারে। তাই আপনার বাচ্চার পাঠ্য বিষয় গুলোর মধ্যে এক একটা বিষয়কে আলাদা আলাদা রঙে রাঙিয়ে দিন। এক্ষেত্রে আপনার বাচ্চা আলাদা আলাদা রঙ গুলোর কথা মাথায় রেখে সহজেই পড়াগুলোও মনে রাখতে পারবে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস