Aadhaar verification: কিভাবে ভেরিফিকেশন করবেন? আধার জালিয়াতি থেকে বাঁচতে সতর্ক করল UIDAI

Outlinebangla Desk: সরকারি থেকে বেসরকারি সবথেকে সবক্ষেত্রে পরিষেবা গ্রহণের জন্য চাওয়া হয় আধার কার্ড। কিন্তু বর্তমানে সেই আধার কার্ড কে কেন্দ্র করে বেড়ে চলেছে জালিয়াতি। আধার জালিয়াতি থেকে বাঁচতে সতর্ক করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ।

UIDAI টুইট করে জানিয়েছে, সমস্ত ১২ ডিজিটের নম্বরগুলি আধার নয়। তাই প্রস্তাবিত আধারটিকে পরিচয় প্রমাণ হিসাবে জমা দেবার আগে যাচাই করা উচিত।’ এর সাথে জানানো হয়েছে আধার ভেরিফিকেশন কীভাবে করা যাবে।

প্রথমে,
resident.uidai.gov.in/verify এই লিঙ্কে গিয়ে লগ ইন করতে হবে।

১২ অংকের সংখ্যাটি লিখতে হবে।

সিকিউরিটি কোড বা ক্যাপচা যেটি আসবে স্ক্রিনে সেটিকে লিখতে হবে।

তারপর Proceed to Verify অপশনে ক্লিক করতে হবে।

শেষে ১২ ডিজিটের আধারটি আসল না নকল তা ভেসে উঠবে স্ক্রিনে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,919FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস