Monday, March 27, 2023

এবার মোবাইল ও ইন্টারনেটের সাহায্যে দেখা যাবে গ্যাসের ভর্তুকি অ্যাকাউন্টে ঢুকছে কিনা, দেখবেন কীভাবে? জেনে নিন, পদ্ধতি

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ গ্যাসের দামের একটা অংশ ভর্তুকি হিসেবে ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢোকে। তা দেখার জন্য সব কাজ ফেলে বারবার ব্যাঙ্কে ছুটতে হয়। এবার সেই চিন্তা থেকে মুক্তি। দেখে নিন বাড়িতে বসেই শুধু ইন্টারনেট ও মোবাইলের সাহায্যে কিভাবে তা দেখতে পারবেন।

প্রথমে Google এ mylpg লিখে সার্চ করুন বা mylpg.in এই লিঙ্কটি খুলুন।
ওয়েবসাইটটি খোলার পর ১৭ সংখ্যার LPG ID টি টাইপ করুন।
এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর টাইপ করুন।
এরপর আসবে ক্যাপচা কোড। তা লিখুন।
সব করার পর সাবমিট করতে হবে। তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে।

এরপর পরের পেজে ইমেল আইডি ও OTP দিয়ে পাসওয়ার্ড জেনারেট করুন
এরপর আপনার ফোনে ইমেল অ্যাপের ইনবক্সে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক আসবে।সেই লিঙ্কে ক্লিক করলে অ্যাক্টিভেশন হয়ে যাবে। এরপর আবার mylpg ওয়েবসাইটে এসে লগ ইন করুন। যদি আপনার আধার কার্ড এলপিজি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে সেই সংক্রান্ত একটি অপশন আসবে। সেটিতে ক্লিক করুন। তারপরেই সিলিন্ডার বুকিং হিস্ট্রি, ভর্তুকি সবই দেখতে পাবেন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট