Outlinebangla: একটি শিশুর জন্মের পর তার অভিভাবকদের প্রাথমিক ভাবনা হল মা শিশু দুজনেরই সুস্থতা নিশ্চিত করা। পরক্ষণেই তাদের মাথায় আসে অন্যতম বড় দায়িত্বের কথা, সেটা হল শিশুর কি নাম রাখবো!(Names affect children’s future)
জীবনে নামের প্রভাব অত্যন্ত গভীর(Names affect children’s future)
প্রত্যেক অভিভাবকরায় তাদের শিশুদের নাম রাখার ব্যাপারটা ভীষণ গুরুত্বের সাথে করে থাকেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে অনেক অভিভাবক আছেন যারা খুব সহজ সরল ভাবে তাদের পছন্দের কোন নায়ক, নায়িকা কিংবা পছন্দের কোন ব্যক্তির নামের সাথে মিলিয়ে নাম রাখেন। আবার আমরা এরকম অনেক বাবা মাকে দেখেছি যারা নিজেদের নামের সাথে মিলিয়ে নিজেদের শিশুদের নাম রাখে। এই নামকরণের বিষয়টি শিশুটির মনে ইতিবাচক ভূমিকাও রাখে, আবার নেতিবাচক ভূমিকাও রাখে (Names affect children’s future)। ইতিবাচক প্রভাবটি হলো বাচ্চার সাথে বাবা মায়ের সম্পর্ক খুব গভীর হয়। আর নেতিবাচক প্রভাবটি হলো বাবা মায়ের উৎশৃংখল জীবনযাত্রা বাচ্চার মনে কু-প্রভাবের সৃষ্টি করে।
আরও পড়ুনঃ Colour and human psychology: রঙই বলে দেবে আপনার মনের অবস্থা! জানেন কিভাবে
গবেষণায় দেখা গেছে, নাম বেশিরভাগ ক্ষেত্রে কোন মানুষকে তার চরিত্র গঠনে, ব্যক্তিত্ব নির্ধারণে এমনকি মানসিক বিকাশেও সহায়তা করে। যদি আপনি একটি অর্থপূর্ণ ইতিবাচক নাম রাখেন, পরে শিশু বড় হয়ে নামের অর্থ জানে এবং সেই ইতিবাচক নামের প্রতি নিজের অজান্তেই আকৃষ্ট হয়ে পড়ে। নামের অর্থ জানার পর ইতিবাচক মানসিকতা বিকাশের পাশাপাশি তার ব্যক্তিত্বের পরিচয়, জীবনের লক্ষ্য খুঁজে পায়। কিছু অভিভাবক অনন্য নাম দিতে চান যাতে অন্যদের মাঝে তাদের সন্তানকে আলাদা করে বেছে নিতে পারেন কিন্তু নাম একেবারেই অপ্রচলিত হয়ে গেলে তখন বাচ্চারা তাদের বন্ধুদের কাছে হাসির পাত্র হতে পারে। ফলস্বরূপ বাচ্চারা কারো সাথে মিশতে ভয় পাবে, একাকী বোধ করবে। নিজেকে সবার থেকে সরিয়ে নেবে ধীরে ধীরে। যার ফলে বাচ্চার মানসিক বিকাশ ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে।
আরও পড়ুনঃ অতিরিক্ত ঠান্ডা জল পান করছেন? নিজের অজান্তেই ডেকে আনছেন এই বিপদগুলি
এই সমস্ত কারণগুলির জন্য শিশুদের নাম দেওয়ার আগে অভিভাবকদের ভেবেচিন্তে নাম দেওয়া উচিত। কারণ তাদের দেয়া নামটি তাদের শিশুটিকে সারা জীবন বহন করতে হবে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নাম শুধু মানুষ হিসাবে কোনো শিশুর পরিচয় কে নির্দেশ করে না। নাম তাদের মনস্তত্ত্ব এবং ব্যক্তিত্বের উপরও বিশেষ প্রভাব ফেলে। তাই একটু বিচার বিবেচনা করে মানসিক শক্তি দিতে সক্ষম এমন প্রচলিত ইতিবাচক নাম রাখুন।