আউটলাইন বাংলা নিজস্ব সংবাদদাতা, মুরারই: ফের পারিবারিক অশান্তির জেরে এক গৃহ বধূর কীটনাশক খেয়ে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো বীরভূম জেলার মুরারই থানার অন্তর্গত কাহিনগর গ্রামে। মৃত গৃহ বধূর নাম রসুলা বিবি বয়স ৪০। মৃত গৃহবধূর বাপের বাড়ি বীরভূমের মুরারই থানার কাহিনগর গ্রামে।
জানা গেছে, স্বামীর সাথে পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে রসুলা বিবি তিনি বাপের বাড়ি চলে যান এবং বাপের বাড়ির লোকেদের কীটনাশক খাওয়ার কথা তিনি জানান। তাঁর বিয়ে হয়েছিল একই থানার চাতরা এলাকায়। কীটনাশক খাওয়ার কথা পরিবারকে জানানোর পরে পরিবারের লোকেরা তাঁকে সঙ্গে সঙ্গে মুরারই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন, সেদিন রাতেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তবে মৃতার পরিবারের তরফে থানায় এখনও পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয় নি। মৃতের ভাই মিঠু শেখ বলেন ” দিদি সন্ধ্যা ৬ টার দিকে আমাদের বাড়ি এসেছিল, কীটনাশক খেয়েছিল, ফলে এসেই বমি করছিল, আমরা বমি করা দেখে সঙ্গে সঙ্গে মুরারই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করি তার পরে চিকিৎসকেরা দেখে বললো দিদি আর নেই।”