আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সকালেই তাঁর করোনা পরিক্ষার রিপোর্টে নেগেটিভ এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সুস্থতার খবর জানিয়েছেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি।
देश के यशस्वी गृह मंत्री अमित शाह जी का कोविड रिपोर्ट आया Negative 🙏🙏#जयसियाराम #हर_हर_महादेव
@BJP4Delhi pic.twitter.com/mxQRKplrH7— Manoj Tiwari (@ManojTiwariMP) August 9, 2020
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর শারীরিক আসুস্থতার জন্য গত ২ অগাস্ট করোনা পরিক্ষার করিয়েছিলেন এবং রিপোর্টে পজিটিভ আসে, তারপরই দিল্লির নিকটে হরিয়ানার গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে ভর্তি হন তিনি। করোনা আক্রান্তের খবর তিনি নিজেই জানিয়েছিলেন।