আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের জেরে ২০ জন ভারতীয় সেনা শহিদের হওয়ার পর থেকেই চিনা পন্যের বয়কটের ডাক দিয়েছিল গোটা দেশ। এমন পরিস্থিতির মধ্যে চিন কে কড়া জবাব দিতে কেন্দ্রীয় সরকার TikTok, Shareit-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে এই সব কিছুর মধ্যেই চিনা পন্য বয়কট করা নিয়ে সরব হলেন সাইকেল প্রস্তুতকারক সংস্থা হিরো সাইকেল।
ভারতের সাইকেল প্রস্তুতকারক সংস্থা হিরো সাইকেল চিনের সঙ্গে বানিজ্যিক ভাবে সমস্ত যোগাযোগ বিছিন্ন করছে। এমনটাই জানিয়েছেন হিরো সাইকেল সংস্থার চেয়ারম্যান পঙ্কজ মুনজল। এই ঘটনার জেরে ব্যপক ক্ষতির সম্মুখীন হবে চিন। আনুমানিক ৯০০ কোটি টাকার ব্যবসা বন্ধ করতে চলেছে চিনের সাথে।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত হিরো সাইকেল সংস্থার চেয়ারম্যান পঙ্কজ মুনজল বলেছেন হিরো সংস্থা অন্য কোনো যোগ্যতম বড় সংস্থার সাথে নতুন করে ব্যবসায়িক বন্ধনে আবদ্ধ হতে চায়। তবে এই মুহূর্তে নতুন করে ব্যসায়িক সম্পর্ক স্থাপনের জন্য প্রথম তালিকায় রয়েছে জার্মানি।