Homeস্বাস্থ্যলাইফ স্টাইলকারও ওপর ক্রাশ খেয়েছেন? ভাবছেন কিভাবে মনের ভাবনা প্রকাশ করবেন? রইল একমুঠো...

কারও ওপর ক্রাশ খেয়েছেন? ভাবছেন কিভাবে মনের ভাবনা প্রকাশ করবেন? রইল একমুঠো টিপস

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ কাউকে পছন্দ করেন বা খুব ভালবাসেন, কিন্তু সে আজও সেটা বুঝতেই পারছে না? অনেকবার চেষ্টার পরেও কোনোভাবেই সফল হতে পারছেন না। অনেকেই এ কারনে মানসিক দন্দের মধ্যে পরে যান। হৃদয় ভেঙে যায়। ভাবছেন মনের ভাবনা তার কাছে কিভাবে প্রকাশ করবেন? আসুন জেনে নিনি দৃষ্টি আকর্ষণের কিছু সহজ উপায়।

ফ্যাশনে পরিবর্তনঃ দৃষ্টি আকর্ষণের অন্যতম উপায় হল, নিজের যত্ননিন সাথে সাথে ফ্যাশনে পরিবর্তন আনুন। ভালোবাসার মানুষের পোশাকের রঙের সাথে মিল রেখে নিজের পোশাক বানিয়ে ফেলুন। চুলের স্টাইলে পরিবর্তন আনুন।

বন্ধুত্বঃ ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে তুলুন, এবং জানার চেষ্টা করুন। তবে বন্ধুত্বের শুরুতে অল্প অল্প কথা বলুন। সম্পর্কের মূল ভিতই হচ্ছে বন্ধুত্ব। এবং তার সম্পর্কে জানুন, যেমন তার পছন্দ অপছন্দ,ভালো লাগা, মন্দ লাগা, প্রিয়, অপ্রিয় সব কিছু।

দায়িত্বশীলঃ সবসময় নিজের কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। ভবিষ্যতের ক্যারিয়ারের প্রতি ভাবনা। এর ফলে দৃষ্টি আকর্ষণের সাথে সাথে সে বুঝবে আপনি জীবনকে প্রাধান্য দেন। শুধু তাইনা ভবিষ্যৎ নিয়েও ভাবেন।

যত্নবানঃ ভালোবাসার মানুষটির প্রতি যত্নবান হোন। সুখে ও দুঃখে সর্বদাই পাশে থাকুন। প্রত্যেক যত্নবান মানুষদের সকলেই পছন্দ করেন।

সময় কাটানঃ কাছের মানুষকে সবসময় সময় দেওয়া উচিত। একসঙ্গে মাঝে মাঝে ডিনারে যেতে পারেন। বা সিনেমা যেতে পারেন। কাছের মানুষের সাথে সময় কাটালে মনের বন্ধন মজবুত হয়।

পছন্দের অংশীদার হোনঃ পছন্দের মানুষের কি কি শখ রয়েছে, কি কি ভালো লাগে তা জানুন। এবং তাঁর পছন্দের স্বপ্নপুরনে সহায়তা করুন। এতে একে-অপরের প্রতি ভালোলাগা শুরু হবে।

এই মুহূর্তে